ভুবন ডাঙার মাঠে সেদিন যখন এলে
মেঘ পরীদের বেশে খুশির আঁচল মেলে
বাতাসেরা বল্ল এসে থাকবে সারারাত
ভেবে ছিলাম ভিজিয়ে নেব শুকিয়ে যাওয়া মাঠ।।


কাটল সময় শাওন  রাতে গল্প করার ছলে
কি জানি কি ভেবে, বোল্লে কথা বাঁধন খুলে
মুগ্ধ ছিলাম গল্প-কথায় অনেক দিনের পরে
চাইছিল মন ভিজতে আরো তোমায় জড়িয়ে ধরে।।


আসছি বলে কোথায় গেলে পেলাম না আর খুঁজে
কাটল রাত, ঘন্টা অনেক তবুও পাইনি কিছুই বুঝে
কাটছে সময় বইছে বাতাস শাওন মেঘের দান
মন জানালা আছেই খোলা, দাওনা উঁকি ভুলে অভিমান।।