ইচ্ছার মরা নদীতে এখন কেবলি  বিস্তৃত চর
জমে থাকা উচ্ছ্বাসগুলো ফসিলে রুপান্তর
মুহুর্তে চোরাবালির অতলে তলিয়ে যায় আশা
বেলেল্লাপনার শেষ সভ্য কথা - ভালোবাসা


উদাস রাতের শরীরে হ্যালোজেনের গভীর ক্ষত
অনুভবের সব রাস্তা অবরুদ্ধ - মিশেছে ভাগাড়ে
যতি চিহ্ন ! কেবলি সময় নস্ট, এটাই সভ্যতার পথ
আধ বোজা চোখ, লেনদেন চলছে সর্বত্র - নাগাড়ে


পড়েথাকা শবের বিছানাই এখন খুশীর ময়দান
পানি ছেটালেই মুক্ত, সব বেকসুর - মরুদ্যান
কেক-শ্যাম্পেনে চলছে ভুতের জন্মদিন পালন
শুয়োরের খোঁয়াড়ে রক - নিমগ্ন কাঙাল মন


উলঙ্গ ফুটপাত - শরীর এলিয়ে পড়ে আছে ক্লান্তিতে
রাত জাগা চোখে ঘুমের হাত ছানি - আলো ফোটার আগে
নির্মম হৃদয়  হীনতায় হতবাক  গুটিকয় উন্নাসিক মন
কিছুই নয় বলে ঢাকতে চায়, হলেও মানবতার রক্ত ক্ষরন