মন ছাড়া সবই আছে, বৈভব-বিলাস বসন
ক্ষণে ক্ষণে সাজাতে  সে  চায় রঙের ছটায়
ভুলে নিরাশার চোরাবালি,  চাঁপা চাঁদের মায়ায়
কাজল চোখের পাতায় ধরে হাজার স্বপন ।।


মুছে আঁখি জল, হয় সে হাসিতে উচ্ছল
ব্যাথার প্রদীপ ঢেকে, ঝাড় বাতিতে রাত জাগে
ভালো লাগার রোশনাইয়ে মাতে হয়ে পাগল
কেউ কি বোঝে মনের ব্যাথা উৎসব শেষের আগে।।


সুচের জালা জাগলেও জীবন মালার বাসি ফুলে
ফিরে যেতে হয় তবু বারে বারে তাল কাটা আলাপে
বেসুরো বাতাসে বিলিয়ে মুঠো ভরা সুরভিত মন
খোঁজে কি কেহ প্রেমের ঝিনুক পলি জমা নদী কুলে।।


হৃদয় ফাটিয়া যদি রুধির ধারাও জাগায় তুফান
আঁচলে মুছাবে না কেহ, বুঝে নেবে শুধু স্বার্থ
ভুলে যাবে সবে চপল ধারায় মিটিলে কাজ  নিজ নিজ
ফেলিবে ধুলায়, জাগলেও হাজার রাত বিলাসে, ফুলদান।।