ভাবনার বাতাসে ওড়ানো ঘুড়িটা
দমকা হাওয়ায় আচমকাই  ভোকাট্টা
অনেকটা সুতো নিয়ে চলেছে ভেসে ভেসে
নির্বাক চরাচর, উদাস দৃষ্টি নিরুদ্দেশের পথে।।


মোটর বোটের প্রপেলারে ঘুর্নি জলে ছোট ছোট আশা
গাংচিল টার দৃষ্টি স্থির, নিয়ন্ত্রিত পাখায়  পিছে পিছে
যানেনা, কখন সে ঝুপ করে জল মেখে আবার উড়বে
চেনা পথে,  দূরে বাইন গাছের ডালে বাঁধা ভালো-বাসা।।


পথই চেনায় তার প্রকৃতি, সময়ের নিরিখে পথে পথে
মিতালি বিকালের অনুপমা আলোয় ধুয়ে নিজেকে
হারানো সুরের আঙিনায় আতর মাখা ভৈরবি ধারায়
কুল ছাপানো নদীর ধেয়ে আসা ভালোবাসার জলস্রোতে।।

সবই আছে, নেই শুধু সেই ঘুড়িটা - মন,
যাযাবরী পাখ-পাখালীর নরম ডানায় স্বকীতায় অনটন।।