কনক চাঁপার বনে সোনাঝরা সকালে
গুন গুন সুর তুলে কে গো তুমি এলে
সবুজ পাতার আড়ে সে দেখিছে স্বপন
আদর করিছে তারে শিশু তপন
জাগেনি এখনো তাই পাপড়ি মেলে।।


ঝিরি ঝিরি শ্রাবনের মিষ্টি আমেজ মেখে
সুখের স্বপনে মোহিত নবীন সৃ্ষ্টি মাঝে
দিওনা ভাঙ্গায়ে ঘুম এখনি তাহার
সুর তুলে চঞ্চল পাখায় তোমার
দাওনা একটু সময়  থাকতে সুখে।।


ভুলে ভরা পৃথিবীর তপ্ত ধারায়
শ্যামল সুরভি মেখে দিন যদি  যায়
এটুকু পেলেও হবে অনেক পাওয়া
জীবনের পথে পথে লোভের ছায়া
প্রেম কি বাঁচে বল ভাঙা বীণায়।।