ভেজা ভেজা মন শাওন দুপুরে
রয়েছি একলা ঘরেতে বন্দি
বুকেতে বালিশ চেপে বিছানা তোলপাড়
বকের পাখায় ভেসে মন করে নানা ফন্দি।।


অলস দুপুরে সুপ্ত সুষমায় ইচ্ছার নেই অবকাশ
জোড়া জোড়া মনে উঁকি দিয়ে যায় ফেলে দীর্ঘশ্বাস
কুলের আচারে জমিয়ে সময় গল্পের পাতা শেষ
মুখো মুখি বসে চোখে চোখ রেখে ভাল  আছি এই বেশ।।      


নব পরিনীতা নূতন প্রেমের আলিঙ্গনে মেতে
খুশী খুশী মন ঊষ্ণতা চায় আরো, দুহাতে বুকে চেপে
যেন শেষ না হয় এই দুপুর, এই ভালো লাগা
প্রেমের অঙ্গনে শুধুই শ্রাবণ, হোকনা সে মেঘে ঢাকা।।


ভেজা পালকের জল ঝাড়ছে শালিক ও বাড়ির কার্নিশে
জানালায় দাঁড়িয়ে আঠেরোর মন, সরে যায় একটু মিস্টি হেসে
মুঠো ফোনে চলছে আলাপ, নাও যদি হয় সে প্রেমের কথা
হাসিতে ঝরেছে দোপাটির পাপড়ি, শাওন দুপুরে ভেজা ভেজা।।