যেমন খুশী যখন খুশী সাজাই তোকে
তুলানায় আনি সাধারন থেকে অসাধারনকে
কাঁদি, হাসি, দিব্যি করি, কিরে করি মনের সুখে
হেল দোল নেই, নেই কোন সংজ্ঞা, ভাবে অভাবে
যে যেমন দেখে, তার কাছে দিস ধরা তেমনি সাজে
কাজ নেই, সুখ নেই, চারিদিক বিষাদে ছেয়ে আছে
তাই তোকে ঘিরে ভাসাই ভাবের তরী মরা নদে
সময় কাটাই দুপুর বেলায় পূর্ণিমার চাঁদ দেখে।।


কবিতায়, গানে, গল্পে, ধরা নানা ভাবে
সাক্ষী রাখি অথবা সাজাই বাদাম খোসায়, মরা ঘাসে
ঘুঁড়ির কলে বেঁধে  সুতো ছেড়ে যাই বাতাসে ভাসিয়ে
অনুতাপ নেই, দুখ্যও নেই, একটা গেলে আর একটা আসে
রাস্তা বদলে শপিং মলের ঠাণ্ডায় এটা ওটা দেখে দেখে
সময় কাটানোর ছলে প্রেম নাকি আসে, সবে কয় ভালোবাসে ।।