তোমার ঐ সাগর চোখে  ঝিনুক খুঁজে
তীরে বসেই কেটে যায় সারা বেলা
কাব্য কথায় মন রাঙিয়ে সাঁঝের বেলায়
মুঠো মুঠো স্বপ্ননিয়ে বাসায় ফেরা।।


মালতী ফুটলে যদি কেন গো সন্ধ্যাবেলা
তারাদের আলোয় যখন সাজছে আকাশ
ছায়াপথে জোনাকিদের হাজার মেলা
সকালের স্বপ্ন দেখে দিনের শেষে ঘরে ফেরা।।


মৌমাছিরা ঘুমের দেশে দিচ্ছে পাড়ি
ফুলের সাথে এখন তাদের ভীষন আড়ি
এসনা একটু বসি, বাতাস মাখি, গল্প করি
সন্ধ্যা রাতে  আছি বসে এই একলা আমি ।।


আঁধার মেখে রাত পরীদের শ্বেত বসনে
তোমার ঐ সবুজ লতা গন্ধ নিয়ে উঠছে জেগে
বৃষ্টি ভেজা শ্রাবন রাতের হৃদয় টুটে
আঁধার শেষের আলোয় ঘেরা স্বপ্ন দেখে।।