বসার ঘরের দামি সোফার পাশে
অনেক দামি, মিনে করা ধাতব পাত্রের আড়ালে
মৃত পাত্রে একমুঠো মাটি আর শিশির বিন্দু জলে
ইচ্ছে গুলো আছে, জানালার পর্দা ওড়া আলোর আশে
তবু বেশ বেঁচে আছে, যদি এক ঝলক সোনালি সূর্য আসে।।


আবেশী আলোর সাথে ঝুলানো ঘন্টার ছোট ছোট ধ্বনি
ইচ্ছের আকাশে কখনো বা নরম হাতের ঊষ্ণ পরশ
দ্যাখ দ্যাখ, পাতা গুলো কত ছোট, কি দারুন...
গোড়াটা বেশ একটু একটু করে গুঁড়ির আকার পাচ্ছে
ওফ কি দারুন হচ্ছে না ! জানতো এটাই প্রকৃত জাপানি।।


ইচ্ছে গুলো অনেক আশা নিয়ে বাঁচে, শিকড় মাটি খোঁজে
আশা গুলো শাখা মেলতে চায় তোমার আকাশে
পল্লবিত হতে চায়, সবুজ হতে চায়, দেবে সে সুযোগ
অনাবিল আলো আর শিকড় ভরা প্রাণের তাজা রসে
ইচ্ছের পাতা গুলো আজো, আজো তোমায় ভালোবাসে।।


না বনসাই নয়, বেড়ে উঠতে চায় তোমাকে জড়িয়ে
হাজার শাখায় লক্ষ সবুজ হাসতে চায় খিল খিলিয়ে
জীবনের হাজার সমস্যা দূরে সরিয়ে শুধু হাসতে চায়
ছায়া ঢাকা নির্জীব প্রাণ চায় যৌবনের রোদেলা দূপুর
একটু সরস মাটি, শোনাবে তোমার মথিত বৃ্ষ্টি নুপূর।।