হাঁটি হাঁটি পা পা গনতান্ত্রিক ভর্তুকি হাঁটে দেখে যা
চাচা, মাসি, দাদা, দিদির হাত শক্ত করে ধরে যা
৬৬তেও কচি কচি,  অন্ধকারেই থেকে যা
দুধের বাটিতে থাকলেও জল, আহা আহা বলে যা
তোর ঘুনে ধরা হাড়ের বাঁশি বাজায় নেতা-নেত্রী,
কৃষ্ণনাম ভেবে মনে, প্রাণ ভরে শুনে যা।।


তোদের নামে ঋন আসে, মাখন খায় অন্যলোকে
গরম কথায় খুড়োর কল, মাল গোছানোর আসল ছল
কথায় কথায় প্রতিবাদ, আসল খেলায় তোরাই বাদ
কাজের কথায় নেইরে খোঁজ, ভর্তুকি চাই রোজ  রোজ
লেখা-পড়ায় থাকলে মতি, আসলেই সব ওদের ক্ষতি।।
আলো দেখেনা পরিকল্পনা, জানতে তোদের আছে মানা।।