ঝুমুর ঝুমুর বাজিয়ে নূপুর
ভোরের বেলাই সে
টিনের চালায় ক্ষেতের আলে
মন ভোলানো সুরে মাতায়
মৌসুমি নামে - মৌসুমি নামে।।


তপন সোনার ঘুম ভাঙেনি
আছে মেঘের চাদর ঢেকে
মনের ঘরে ভেজা বাতাস
আলসে ঘুমে স্বপ্ন দেখে
বালিশ চেপে বুকে।।


পাপড়ি ঝরা দোপাটিরা
মন খারাপের দেশে
তাকিয়ে আছে দুচোখ মেলে
তার ক্ষণ বিদায়ের আশে
নূতন আলোর আশে।।


মনের মাঝে কেয়ার পরাগ
কদম তলে বিছিয়ে কেশর
ধীর লয়ে তার ক্ষনিক থামা
ইলশে গুঁড়ি রেখে।।


" বরষার আয়োজন "