ফিরে যদি পাওয়া যেত  ফেলে আসা দিন গুলো
সবুজ মনের মাঝে  রাত জাগা  শিউলির অভিসার
শিশির ভেজানো মনে অস্ফুট আবাহন চাঁদনি নিশার
না বলা কথায়  স্মৃতির পাতায় জমে থাকা প্রেমের ধুলো।।


থাকেনা কিছুই জানি প্রেম শুধু থাকে
মনের দরজা খুলে বৃষ্টির স্বপ্ন দেখে  বৈশাখী মেঘে
উড়ে যাওয়া পাতাদের চঞ্চল নুপুরের ধ্বণি
বাজে গো বিবশ মনে অবেলায় রিনিঝিনি ।।


কেয়ার পরাগ ভাসে দখিনা বাতাসে নাচিয়া ওঠে হিয়া
সুদুরের পানে ছুটিয়া চলে মন খুঁজিয়া শুঁড়ি পথ
মেঘে ঢাকা কাল গুরু গুরু গরজে, বেসামাল যত মত
মুকুরে আল্পনা আঁকে এক ঝাঁক বৃষ্টির সুর, রহিয়া রহিয়া।।