বিষাদের স্রোতে ভেসে যায় সকাল-দুপুর
ক্লান্ত গোধুলি মুখ ঢাকে সন্ধ্যার আঁচলে
কালচক্র তার আপন গতিতে পথ চলে
মেঘ বালা সখা সনে ভাসে বাজেনি  নুপুর।।


ঠিকানা না থাকা এলো মেলো ভাবনার মেঘে মেঘে
কবিতারা আজ হাসেনি মুখ ভার তার, গুমরে কাঁদে
উদরের ডাকা ডাকিতে খাবারের দলা চালান হয় মুখে
যে কলম গুলো জেগেছে তারাও চলেছে বিষাদে-দুখে।।


শরীর এলিয়ে  সময় বসে থাকে,  দিগন্তের ওপারে দৃষ্টি
দুরাভাষ ডেকে যায়, নেই কোন হেল দোল, নেই সৃষ্টি
সংসার আছে, তবু মনে হয় কিবা হোল, কি দাম তার
সুরের আকাশে তাল কাটে, হিসাব নেই চাওয়া-পাওয়ার।।


ধরার সান্ধ্য আজান, আরতি মেখে দূরের ছায়া পথ জাগে
অর্ধেক চাঁদ এখনি মাঝ পথে, ছেঁড়া ছেঁড়া মেঘ দেয় ঢেকে
বিষাদের কাজল চোখে ঘুম আসেনা, রাত জাগে বিষাদ মেখে
আশা, তবু শুভরাত্রি জানায়, যদি আগামী প্রভাতে নূতন সূর্য ওঠে।।