এ আকাশে আলো ফোটার আগে
সব গিয়েছে  নিকষ মেঘে ঢেকে
ভালোবাসার আলোর কুঁড়ি কাঁদে
ছিন্ন আশার ব্যাথায়  দুহাতে মুখ ঢেকে।


বুকের ব্যাথা বুকেই চেপে  রাখি
হয় যদি সে একটু আরো সুখী
পদ্ম পাতার  শিশির কণা গুলো
জাগে আজো স্বপ্ন নিয়ে হলেও সেযে ফাঁকি।


ভুলে ভরা জীবন খাতার পাতায়
আশা মুকুল মুখ ঢেকেছে ধূলায়
ছিন্ন পাতার ছবি গুলো তবু জুড়ে রাখি
কাঁপা হাতেই কাটি সেথায় প্রেমের আঁকিবুকি।


স্বপ্ন দেখার নেশায় তবু জীবন ভাসে
দু হাতে মেঘ সরিয়ে নূতন আলোর আশে।।