তোকে রোজ দেখছি - তবু জানিনা, মন কেন এমন হয়
পড়ায় মন বসাতে পারিনা, পাতা ওল্টাতেই সব ভাবময়
হাতের স্পর্শে নিজের চেনা শরীরেই খুঁজে ফিরি নানা পরিবর্তন
শুধু আমি জানি, মন কি চাইছে, তাই নেই শাষন- বারণ
ঘুম আসেনা, সারা বাড়ি - পাড়া  নিঝুম, উপুড় হয়ে বালিশ জড়িয়ে
উলঙ্গ সময় কাটে, গভীর রাতের নিস্তব্ধ চেনা রাস্তার ধুলো মাড়িয়ে।।


তোকে দেখি, তুই জানিস না, উদলা গায়ে আমাদের স্নানের ঘাটে
মন, এক ছুটে তোর পাশে গিয়ে দাঁড়ায় তোদের বকুল তলার মাঠে
নেটের পাশে ভলি বলের কোর্টে, তুই লাফিয়ে উঠে মারছিস চাপ
আমার অবস্থা দিশেহারা, ঘোরে থাকি, গায়ে লাগে তোর উত্তাপ
তোকে যতই দুরন্ত হতে দেখছি, ততই  লাজুক হচ্ছিস স্বভাবে
আমি তো সেই তোর খেলার সাথী, তবু চোখ রাখছিস না চোখে।।


থুতনি আর নাকের নিচে কারা যেন তুলছে মাথা, বুঝেছি ভাল মন্দে
আমার ভুবন জুড়ে, ঊষ্ণ পুরুষ পুরুষ সুবাস-বেশ লাগে তোর গায়ের গন্ধে
চলনা বসি নিরব দুপুরে, সেই ছোট্ট বেলার জোড়া খেঁজুর গাছের আড়ে
বড় পুকুরের শান বাঁধানো ঘাটের পাশে ঘাসে ঢাকা সবুজ পাড়ে
গল্প করে হারিয়ে যাব, ফেলে আসা পথের ধারে বুনো ফুলের সাথে
শুধু একটা চুমা, একটা চুমা এেঁকে দেব তোর উদল চওড়া বুকের মাঝে ।।