ভালবাসার লাশ আগলে পড়ে আছিস বাঁচার নেশায়
অনন্ত জলরাশির কল কল শব্দে মুখরিত তোর চেনা পৃথিবী
চেতনায় বহু জন্মের তৃষ্ণার আকুলতায় সবুজ শুকিয়ে ধূসর
ইচ্ছার শিকড় গুলো তবুও শিশির কণার স্নিগ্ধতায় ভিজতে চায়।।


স্রোতে ভেসে যাওয়া ঝরা পাতা, মন পোড়া ছাই তোকে দেখে
অনন্ত হতে আ-দিগন্তে ছড়িয়ে যায় সুনীল আকাশের ছায়া মেখে
শুক্তির বুকে মুক্ত খুঁজে খুঁজে  সময় কাটালি পচা শামুকে পা কেটে
বুঝলিনা, সুখ-তারা জাগেনা বিষাদের মেঘে ঢাকা আকাশে।।


সময়ের হাত ধরে পেরিয়ে এসেছিস অনেক পথ - জীবন
প্রতিদিন - রাত পুড়েছিস অভিযোগের চিতায়, নাই বা থাকল কারন  
অবিচল থেকে কি পেলি,  দেখেছিস কখনো মানবতার ছাই মেপে
অবজ্ঞার নোনা জলে তৃষ্ণা মেটালি দুরন্ত ঝর্নার পাশে থেকে।।


শুধু স্বপ্নের নেশায় স্বপ্ন দেখেছিস রাত থেকে প্রতি রাতে
একটু একটু করে হারিয়ে গিয়েছে পথ কেবলি পথ খুঁজে খুঁজে
ধৈর্যের বাঁধে ধরলেও ফাটল ভাসেনি  ভালবাসায় গাঁথা ঘর  
বেঁচে থাকার নেশায় তোকে মশগুল দেখি প্রেম যদিও বা হয় পর।।