সুখ, তুমি কি এসেছিলে !
তমসা আঁধারে আশার প্রদীপ জ্বেলে এ মনে
বসন্ত মাতানো সুবাসিত বাতাসের অনুরনে
তবে কেন শুধু ছোঁয়া দিয়ে লুকালে আড়ালে  ।।


জানিনা, কেন শুধু অনন্ত প্রতিক্ষায় রেখে
এ জীবন নিয়ে ছিনিমিনি খেলে, কি পেলে
আশার অঙ্গনে প্রজাপতি হয়ে উড়ে উড়ে
শুধুই দুখের রং ছড়িয়ে নিরবে বিদায় নিলে।।


চাওয়া টা ছিল কি অনেক বেশী ! একটু হাসি
প্রেমের সুতায় ভাললাগা গুলো গেঁথে গেঁথে
জড়িয়ে রাখার চেস্টা জীবনের পথে পথে
হাতে হাত রেখে চলা ঝরে পড়া পাতায় একটু সবুজ খুঁজে ।।


ভুলের মাশুলে যখন শেষ হয়ে যায়, সম্বল যা কিছু ছিল
তবু আঁখি মুদে, দুহাতেই খুঁজি এখনো তোমায়
প্রতি প্রভাতে সূর্যের আলোকে পাঁজরের প্রতিটি কোনায়  
ভুলের বাগানে আগাছার ঝোপে নিরবে চাপি কস্ট গুলো ।।


এলো মেলো ভাবনায় ভাসে কাগজের নায়ে সুখের সওদাগর
নোনা পানি শুধু বুক বেয়ে নামে গড়েনি নূতন  চর
তেল হীন প্রদীপ শেষ বার জ্বলে বাতাসে হাহাকার
সুখ, তুমি কি এসেছিলে প্রেম কলি রুপে বাগানে আমার।।