দুখ্য গুলো সরিয়ে রেখে, এস আজকে একটু হাসি
না পাওয়ার ব্যথা গুলো সব হোকনা বানভাসি  
নবীন পাতার ছায়ায় ঘেরা বটের তলে বসি
নূতন সুরের আলাপনে আজ বাজুক প্রেমের বাঁশি ।।


প্রাণের মাঝে আছে যে রঙ, সময় হলেই জাগে
যাওয়া আসার নিত্য খেলায় থাকুক সবাই সুখে
উৎস মুখ বন্ধ হলে, বন্ধ্যা হবেই মনের সবুজ ভূমি
চরাচরের নিয়ম মেনেই সবকিছু থাক ভালোবাসা চুমি।।


যত মত তত পথেই  আজ আনন্দে মাতুক বিশ্ব
সব রঙ যাক মিশে যাক, কেন হই মনের ঘরে নিঃস্ব
পিয়াল শাখে বুলবুলিটা, আটপৌরে চড়ুই, নেচে গেয়েই বাঁচে  
মন মাঝির প্রাণের সুরে ভাসুক তরি সকাল থেকে সাঁঝে।।


উত্থান পতন নিয়ন্ত্রন করে, মানবের আছে কি সেই সাধ্য  
এক ইশারায় সব মুছে যায়, মনে হলেও সে অভেদ্য
নূতন আশার আগমনে আকাশ বাতাস জুড়ে জাগে হর্ষ  
রূপ-অরুপের আড়াল রেখেই চলছে সুগভীর পরামর্শ।।


১৪.০৪.২০১৭ ,সোনারপুর