অপব্যবহারে জীর্ণ ধর্ম, শএুর ভুমিকায় মানবতার
করাল রূপে প্রকাশিছে  অহরহ, যেন ধংসের হাতিয়ার
পচন ধরিয়াছে প্রতি কোষে, জাগিছে কীটের হুঙ্কার
বীজের ক্ষয়ে সৃষ্টিতে অক্ষম, নাহি ক্ষমতা  অভয় দানিবার ।।  


মনের জমিন ফুটিফাটা, অবিশ্বাসের মেঘ ঢেকেছে আলো
সবুজের কান্নায় নিথর ধরা, আলয়ে কুলায়ে তন্দ্রা হরিছে কালো
নব পর্যায়ে বৃষ্টি নামুক অঝোর ধারায়, ধুয়ে যাক যত বর্জ-খার
বিষ বাস্পের আঁধার টুটি, নূতন সূর্যে  দীপ্ত প্রভাত জাগুক আবার ।।


ললিত ছন্দে পরমানন্দে,  নূতন প্রভাতে নির্ভয়ে জাগুক ওলি
ফুল ফুটুক পূর্ণতায় মাতি,  অতীত রাতের দীনতা  ভুলি
মেঘ হীন মুক্ত আকাশে, মন যাক ভেসে প্রেমের নিশান তুলি
নব পর্যায়ে, নব চেতনায়, মানবতার ধর্মে জাগুক কাকলি।।


সোনারপুর
১২/০৩/২০১৭