রঙ্গ দেখেই ভঙ্গ মন
হালে নেই পানি
বাতিকের গরু গাছে তুলে
গপ্প শোনায় নানি
চাঁদের আলোয় ভাগা ভাগি
চোখে নিয়ে ছানি
কাকের ডাকে নেচে ওঠে
আহা মধুর ধ্বনি
পাকা আমড়ায় পান্তা মেখে
তারিয়ে কয় ননী  
গাছের সঙ্গে ঝগড়া করে
বাগিয়ে ঝাঁটা খানি
ছায়া দেখলেই লাফিয়ে চলে
মান্যি করে ছোঁয়া-ছানি    
বোঝাতে গেলেই তেড়ে আসে  
লোল চর্মের খুকুমণি
কিছু ব্যারামের আরাম নেই
এটুকু সবাই জানি।


সোনারপুর
০৩/১২/২০২২