টুকরো টুকরো বা অনেক বড় যদি কিছু হটাত মনে পড়ে যায়
স্মৃতিকে কি সত্যই দোষ দেওয়া যায় ?
মানুষের স্মৃতি দুর্বল একথা সবাই বলে, কিন্তু যন্ত্র সে কোন দলে
উৎসাহী দক্ষ হাতে ধরা যন্ত্রে ছবি শব্দ ও কি বিস্মৃতির তালিকায় !  


মাত্র কয়েক বছর আগের কথা, বিশাল সমাবেশ জনতার উচ্ছ্বাসে মুখর রাজপথ
দোকান বাজার পরিবহণ সব স্তব্ধ, নতুন দিনের ডাকে মননে নব বসন্ত  
সমাবেশের আগের দিন থেকেই দূর দুরান্তের মানুষ এসেছে দলে দলে
উৎসবের আনন্দে স্টেডিয়ামে স্টেডিয়ামে পিকনিকের আমেজে রাত্রি যাপন
সকাল দশটার আগে পরে রাজপথ জুড়ে জন সমুদ্রের উদ্দাম গর্জন
এমনটা হবারই ছিল প্রতিযোগিতায় জয় পেলে, কিন্তু কিসের বিনিময়ে  
সাধারন মানুষ কি ভাবতে পেরেছিল কি শুনবে বিজয়ের প্রথম সভায় ?


সপ্তাহের কাজের দিনে সবাই ছাড়তে পারেনি কাজের জন্য পাওয়া চেয়ার
সমাবেশ স্থলের ধারেকাছের অফিসের মানুষজন, মাইকের কল্যাণে শুনেছিল
ক্ষমতার কাছাকাছি থাকার জন্য গতানুগতিক কথায় বিশেষ মর্দনে স্তুতি ভাষণ  
সময়ে তিনি এলেন আভিনন্দন জানালেন অভিবাদন গ্রহণ করলেন জনতার
দীর্ঘ বক্তব্য রাখলেন, প্রতিশ্রুতি দিলেন, সভাবসিদ্ধ উদারতায় প্রশ্ন রাখলেন
“ আপনারা ভালো হবেন তো “ ? – জনতা সমস্বরে সম্মতি জানালেন ।


তবে কি তিনি জানতেন ভবিষ্যৎ ? মুষিক-বাঘের পিঠে চড়ার দায়  
না হলে কি বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে এমন প্রশ্ন করা যায় !
দীর্ঘ সময় কালেও কথাটা মুছে যায় নি, কিন্তু গনতন্ত্রের অন্যতম স্তম্ভ কি
মুছে ফেলেছে “আপনারা ভালো হবেন তো” এর অংশ তাদের ভান্ডার হতে ?
ক্ষমতার সুচারু ব্যবহার কোন কালেই হয়নি, এ কথার প্রতিধ্বনি বেজে যায়।


সোনারপুর
৫/২/২৪