কোলকাতা কোলকাতা ওগো সুন্দরী ললনা
গঙ্গার উপকুলে জলে জঙ্গলে
হয়েছিল জন্ম তাকি মনে পড়েনা ৷৷


দৈন্যের ছায়া মুখে- যখন ছোট্ট ছিলে তুমি,
এসেছিল চার্ণক-ইংরেজ বনিক,
গড়েপিটে করল তোমায় কিশোরী আধুনিক ৷৷


কত গেল-কত এল সাহেব আর মেম
তারা শুধু নিয়ে গেল, দিল নাতো প্রেম ৷
জল্ল  গ্যাসের বাতি-চল্ল ছ্যাকড়া গাড়ি
কি অনন্দ মরি মরি হলে তুমি সুন্দরী ৷৷


গঙ্গায় ভাসিয়ে তরী,দিলে তুমি সাগর পাড়ি,
রেল গাড়ি যত ছোটে-ধোঁয়া ছাড়ে দ্বিগুন
ঝিকঝিক করে বুঝি পৌঁছাবে রেঙ্গুন ৷৷


খালবিল ভরে ওঠে মাটি আর রাবিশে
হল কত ম্যানসন ইট-কাঠ-পাথরে
এল মটর গাড়ি-ট্রাম চলে সারিসারি
তারে তারে কথা ছোটে,ছবিতে কথা বলে
একি  দারুন এক মজারে ৷৷


নীল লাল আলো জ্বলে,টুংটাং রিক্সা
বাদুড়ের মত ঝোলে হাওড়ার পুলটা
মনুমেন্ট খুব বড়,ছটো শুধু মনটা ৷
ইংরেজ চলে গেল-তোমারও বয়স হল
দিনে দিনে বেড়ে গেল ছোট্ট শরীরটা ৷৷


রোজ রোজ বেড়ে চলে মানুষের আশা
দেশ ছেড়ে দলে দলে খুঁজে ফেরে ভাগ্য-একটুকু বাসা
পেটে চলে মেট্রো - বাহুতে চক্র, ট্রাম-বাস-ট্যাক্সি
নোংরা-আবর্জনায় হলেও অসুস্থ, তবু নাকি সেক্সি !!


কেউ বলে সুন্দরী, কেউ বা বলে বুড়ি
কেউ বা মৃত বলে দেয় সু্স্সুড়ি ৷৷
কোলকাতা কোলকাতা আর কত দিন
বাঁচবে এমনি করে হয়ে দীনহীণ ৷৷