তোমার মেঘনা যমুনা আর পদ্মায়
খুঁজে ফিরি বসন্ত রং নানা অছিলায়
খুশী হতাম, যদি কিছু তার দাও আমায়
তোমার মেঘনা যমুনা আর পদ্মায়।


শিহরণে ভেসে যাই প্রতিদিন;  শুধু তোমায় দেখে
আঁচল ভরা সুরভিত স্বপ্নের পরশ মেখে
তুমি যে দুঃখ জয়ের মদিরা; বিষণ্ণ মজনু চোখে
যদি ধরা দাও মনে, হারিয়ে যাবো সব সরিয়ে রেখে।    


জানি জীবনের ধারাপত মেলেনা, ভিন্ন খাতেই সে বয়ে যায়
তবু রুমাল ভেজানো পানিতেই, মন তোমাকে পেতে চায়
যদি ভুল  করে থাকি  আমার এই ক্ষুদ্র চাওয়ায়
মেনে নিও ভালোবেসে; কিছু তার দিয়ে আমায়।  


সোনারপুর
২১/০৬/২০২২