যাক ! পড়তে পড়তে বেঁচে গেলো এই যাত্রায়, হাতে রইল দেড় মাস  
বারোটা বাজার আগে যুতসই একটা সই করে “স্টপগ্যাপ” বিল পাশ  
না হলে কি হতো ? সরকারী কর্মীদের বেতন, গবেষণা, সেবার হতো নাশ  
হাউসে বিরোধিতা সত্ত্বেও, বিরোধী উদ্যোগেই সরকার পক্ষের পড়ল শ্বাস।


যদি উল্টো হতো ! শ্বাস না থাকলে যা হয়, জরুরী সেবায় ছাড় বিধান মতে
ফেডেরালের হিসাব নাকি কষাই ছিল, কখন নামবে আঁধার পুঁজির গতে
গ্রহ নক্ষত্রে মঙ্গলা-মঙ্গল থাক মহাকাশে, আমজনতা খুশী খাবার থাকলে পাতে      
পৃথিবী থেকে যদি হিংসা, যুদ্ধ মুছে দেওয়া যেত, অনেকের ঘুম উড়ত রাতে।    


রাগ আর হাসি পাশাপাশি আসে, সেনার জন্য শস্য মজুদে দুর্ভিক্ষের সৃষ্টি
গল্প নয়, তিরিশ লক্ষ মানুষ মরেছিল বঙ্গে, ১৩৫০ বঙ্গাব্দে শাসকের দূরদৃষ্টি    
উদ্বৃত্ত শস্য দানা মহাসাগরে ফেলে, অনটন বজায় রাখত তৃতীয় বিশ্বের দেশে  
চোখে পানি; অন্তরে শয়তানি চিরকালের, অস্ত্রের বরাত পেলে বন্ধু মানে শেষে।  


যুদ্ধ লাগাতে ও লোক পোষে, খুঁজে বেড়ায় দুনিয়ার কোথায় শান্তি আছে কার ঘরে  
নানা মন্ত্রণায় উস্কে বেড়ায়, লেগে গেলে কেল্লাফতে;  খাবার নয় অস্ত্র বেচবে ধারে  
নজর রাখতে অন্যের ঘরে, পড়শি তাতায় টোপে, লক্ষ্য একটাই দাদাগিরির রাশ
আজো কিছু গোঁয়ার আছে অন্যের টোপে হয়ে মশগুল করে নিকট জনের সর্বনাশ।      


সোনারপুর
০১/১০/২০২৩