কোনটা হারাম কোনটা ন্যায়
সময়ে সব পাল্টায়
লোভের পক্ষে বিবেকের সায়
সুযোগ দুর্বোধ্য নয়
চলছে জগত মেকী কথায়
হারাম প্রকৃতই রহস্যময়।  

সোনারপুর
২৯/০৭/২০২০