মানুষ ঠিক কতটা অসহায় প্রতিদিন, প্রতি মুহুর্তে, স্বাক্ষী থাকছে চোখ, মন  
হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্সের আশে পাশে দাঁড়িয়ে দেখছে মানুষজন
অসুস্থ মানুষ পড়ে গিয়ে ওঠার চেষ্টা করছে, স্ত্রী কে ধরে, গাড়িটা ধরে  
তবুও কেউ হাত বাড়ালো না, শুধু ছবি তুলছে !  মানুষটা রইল পড়ে  
স্ত্রীর আকুল চিৎকার, একটু সাহায্য করুন, সাহায্য করুন, নেই কর্ণপাত
পাশেই পি পি সুটে ঢেকে কেউ দাঁড়িয়ে নির্বিকার, এ কোন দুঃস্বপ্নের রাত
অসহায় মানুষটি অবশেষে চির ঘুমের দেশে আশ্রয় নিল, কেউ এল না  
মহা মানবের দল তোমরা কারা ? ছবি তুলছ নির্বোধ ! তোমরা কি মানুষ না !


সরকারী, বেসরকারি মাধ্যমে সম্প্রচার হচ্ছে, থালা ঘটি বাটি বাজিয়ে
সামনে যাঁরা লড়ছেন তাঁদের কে অভিনন্দন জানানো হচ্ছে, দিয়া জ্বালিয়ে  
হাসপাতালে কর্মী নেই, ডাক্তার নেই, বেড নেই, শুধু নেই নেই নেই রব
হে আমার দুর্ভাগা শহর, তুমি জন্মে জেনেছ শুধুই ক্ষমতার ভোট, ভোটই সব  
মানুষের অন্তর পুড়ছে, পুড়ছে, একদিন অসংখ্য আগুন হয়ে দাউ দাউ জ্বলবে
তুমিও পুড়বে ছবি তোলার দল, ছিঃ ধিক তোমায়, মানুষ মরবে তুমি ছবি তুলবে !
শকুনের উত্তর পুরুষ, কান খুলে শুনে রাখো, তোমার জন্যও ওত পেতে আছে ভাগাড়
তোমাদের ও পরিত্রাণ নেই, ছবি তুলে রেখ নিজের, তোমার দিকেও ধাইছে শেষ জোগাড়।  


সোনারপুর
২৬.০৭.২০২০