মুঠো মুঠো রঙ দিয়ে নিজেকেই শুধু তুমি সাজালে
গোলাপি হাসির ছোঁয়ায় বালুচরে স্বপ্ন কেন দেখালে  
ভেসে যাওয়া আশাগুলো আজো কুল পেলনা
ভাবনার দিগন্ত আঁধারেই আছে ঢাকা, ভোর হোলনা।।  


এখনো কি আকাশ জুড়ে আঁচল দিয়ে জ্যোৎস্না ঢাকো
ঝড়ের পাখায় মেঘ সরিয়ে চাতকের কান্না মাখো
দূরের ঐ ছায়াপথে কবিতায় জীবনের গল্প লিখে
পারিজাত রঙ বাহারে নাহয় আরো খানিক সুখেই থেক।।


প্রতিপদের চাঁদের কাছে সুখের ঘরের নেই ঠিকানা  
জীবনের হলুদ পাতায় নূতন করে আর লিখনা।।    



১৫.০৪.২০১৭
সোনারপুর।