কালের খাতায় হিসেব পাকা যতই মেলাও গরমিলে
আসলে ভায়া যেতেই হবে ভুল নেই তার কোন কালে
কাল যখন ধরবে ঝুঁটি কেউ নেবে না কোলে তুলে
কোন প্রার্থনায় হবে না কাজ ডাকো যতই লক্ষ বোলে।  


হিসেবে না হলে ভুল চিন্তা কেন পরকালের ?
এক দরজায় দুইটা পথ এই ভাবনা চিরকালের  
হিসেব মিলিয়ে করাই করা আছে এক ব্যবস্থার রকমফের    
দুইটা পথের মিলবেই একটা, নরক না হয় জান্নাতের।  


পুঁথি পড় তসবী ধরো কর্মের ফল হয় না ক্ষয়  
হাজার মতের গোঁজামিলে কি পাথর বাটি সোনার হয় !
যেভাবেই দেখো শোন মানো কিছুতেই তার হয় না লয়
কর্ম যদি স্বচ্ছ থাকে,  কেন কালের খাতায় এত ভয় ?  


সোনারপুর
২৬/৭/২০২৩