ব্যস্ত মানুষ ব্যস্ত জীবন অবিরাম শুধু ছুটছে
একটা মিটলে আর একটা মাথা তোলে
খুশী নয় কোন লক্ষ্যে ঠিক অথবা ভুলে
নেই অবসর আরামের ঘুম জীবনের পাড় ভাঙছে।  


শৈশব যাহোক কৈশোরে শুরু ইঁদুর দৌড়ের পাল্লা
জিততেই হবে জীবনের খেলায় নেই ক্ষমা
মৃত্যুও যদি হাতছানি দেয় তাতেও যাবেনা থামা
অপূর্ন ইচ্ছেরা ছোট ছোট কাঁধে জাঁকিয়ে করে হল্লা।  


চাহিদার সাথে পাল্লা দিয়ে সময়ের চাবুক চলছে  
পিছিয়ে পড়ার ভয় অহরহ ধায় অশান্ত মনে
জানে না জীবন কাল কি হবে, কোনখানে
দূর্বার স্রোত একে একে জীবনের তট গিলছে।


সময়ের সাথে পাঞ্জাকষে জীবন একাই এগিয়ে চলছে    
ভালোবাসা হীন সময় যাপনে অবসাদ শিকড় গাড়ে      
জ্ঞানে অজ্ঞানে শৃঙ্খলা বোধ হারায় সত্তা ঝড়ে    
স্বজনে বিজনে সামনে পিছনে হয়ত সবাই পাগল বলছে।        


সোনারপুর
০১.০৪.২০২২