সময়ের ইতিহাসে বদলানো কর্মকাণ্ডের কতটুকুই বা মানুষ জানে  
এককোষী বিবর্তনের ধারা আজো চলছেই সৃষ্টির কুশলী দাক্ষিণ্যে  
মানুষ সামান্যই জানতে পেরেছে প্রাগৈতিহাসিক প্রমাণের সৌজন্যে
মহাবিশ্বের কথা থাক, এই গ্রহের সবটা এখনো অজানা বিজ্ঞানে।

সুগভীর রহস্যে ঘেরা প্রতিটি মুহুর্ত, বিবর্তন বা সংযুক্তির সমীকরণ
পূর্ণ বিকাশের আগে আসে না গোচরে তার ক্ষমতার বিচিত্র ধরণ
দৃশ্য বা অদৃশ্য অনুর মৌলিক না অমৌলিক নব রুপায়ন
সময়ের হিসাবে জ্ঞানের পরিধি ভেঙে অস্থির হয় মানুষের যাপন।

সৃষ্টি যখন এখানে, বিনাশ ও এখানেই, মানুষ হাতড়ে বেড়ায়
ভাবনার তরঙ্গ বেয়ে অক্লান্ত শ্রম, খুঁজে চলে প্রতিকারের উপায়
অলৌকিক সব বিশ্বাস নির্বিকার, প্রবক্তারা নিরুত্তর বন্ধ দরজায়  
সাদা কালোয় নেই ভেদ, নীরব নিধনে হাসে বদলে যাওয়া সময়।

সোনারপুর
১০/৭/২০২০