যে যেমন বলছ বল
তাতে কি এসে গেল
কলম যদি না থামে
ভিজুক তারা ঈর্ষা ঘামে
মননে যায় যে চেনা
কতটা সে সত্যি কানা।

মুখ দেখে মায়ে বোঝে
বাছার দশা সকাল সাঁঝে
যারাই ঘোড়ার পিছে ছোটে
জোড়া পায়ের লাথি জোটে
ডাকে হাঁকে প্রমাণ হয়
মানুষ তুমি ভালো নয় ।

পচা নরবর বরাহ চেনে  
জিনগত নীচ বোধের কারণে
এই বাস্তব মানুষে জানে
প্রকৃতির দেওয়া সুস্থ জ্ঞানে
কলম চলে মুক্ত ভাবনায়
ভালো ভাবনা যেখানে বয়।

সোনারপুর
২/১/২০২১