হরিৎ আঁচল ব্যাপী অখন্ড স্মরণিকায়  
চাঁদ জাগে নিশ্চল আকাশের বুকে, পুঞ্জিত অভিমানে
যুগ যুগান্তের অবগুন্ঠিত প্রেম, গুমরি উঠি শব্দের বন্ধনে  
দুরের পাখী গান গেয়ে যায়, শোনে রাত্রি, স্বপনে ভাসি
লীলায়িত তরঙ্গ চুমিয়া যায় চুপে, বারে বারে ফিরে আসি
নিত্য উচ্ছ্বসিত মাধবী মঞ্জরী চঞ্চলা, কপট বিরহে মাতি
কানে কানে ডেকে কহে, প্রিয়, কেন দেরী, কতদূর অমরাবতী
শঙ্কিত হৃদয়ে, নন্দিত সাজে জানিতে চাহে ইশারায়।।


প্রতি প্রহরের নিশি ডাক, জাগায় বৈদূর্য আশ, রুদ্ধ দ্বারে
অঞ্জলি পাতি পাশাপাশি, অস্থির প্রহর গুনি, কাহার ত্বরে  
গাঁথি আকাশ ফুলের মালা, স্বপ্নে ভাসাই দোলা, ত্যাজি ভয়  
প্রেমের নাহি ক্ষয়, রাখিলে পরান ময়, মরণেও আসে জয়
এস প্রিয়া এস, নিবিড় নিশার ভেলায়, কিবা হবে ক্ষতি
দেখ আঁখি তুলি, সলাজ ঘোমটা খুলি, সম্মুখে প্রেমের অমরাবতী।।  


সোনারপুর
০৯.০৮.২০১৭