আমার মা রক্ত মাংসে গড়া, মমতাময়ী এক মানবী
আমার মা জীবনের সুধা, শত ধারায় প্রবাহিত জাহ্নবী
আমার মা পরম মমতায় ক্ষুধার্তের মুখে, তুলে দেয় ভাত  
আমার মা আর্তের সেবায়, পরোয়া করে না দিন রাত।


আমার মা মেহনত করে, অতল খনিতে কিমবা ইটের ভাটায়
আমার মা সমান দক্ষ চাষের জমিতে, কিমবা বিমান ওড়ায়
আমার মা মানুষ গড়ে স্কুলে; কলেজে;  মানবিক চেতনায়
আমার মা বিশ্ব আসরে বিজয়ীর সম্মান জেতে কঠিন সাধনায়।    


আমার মা যুদ্ধ বিমানে, আকাশ চিরে নির্ভুল লক্ষে আঘাত হানে  
আমার মা সেরার সেরা হয়,  সকল বিদ্যায় ও বাস্তব জ্ঞানে  
আমার মা মহাকাশচারী, দক্ষতায় কম নয় বরং অনেক ভালো    
আমার মা গবেষণা রত, অজানার বুক খুঁড়ে আনে নতুন আলো।  

আমার মা রাজনীতিতেও দক্ষ, হাল ধরে দেশের মানুষের কল্যাণে
আমার মা শত ব্যস্ততার মাঝেও রাখে তীক্ষ্ণ নজর সন্তান লালনে
আমার মা ছিনিয়ে এনেছে সুযোগ,  পুরুষ শাসিত শক্তিকেন্দ্র থেকে  
আমার মা এনেছে মুক্ত আলোর দিশা, ঘুমায় না আর জেগে জেগে ।


আমার মা মানব সভ্যতায় অপরিহার্য, সমাজে অবদান অনেক বেশী
আমার মা ঘরে ঘরে গড়বেই মানুষ,  চেতনার আলোয় দূর হবে নিশি
আমার মা দীপ্ত হবেই আগামীর প্রতি ঘরে; বিশ্বে ছড়াবে শান্তির বারি
আমার মা গড়বেই ভেদহীন নতুন মানুষ; বোঝাবে নয় সে শুধু নারী।


সোনারপুর
৩০.০৭.২০২০