গল্প বলার ছলে মনের বাঁধন খুলে
পরদা গুলো সরিয়ে নিয়ে ভুবন রাঙালে
বাঁচিয়ে কাঁটা, বাবুলের হলুদ বরণ ফুলে  
বোঝালে কেমন করে, কালো ভ্রমর ওড়ে ।।


জীবনে অনেক কথার কেন যে শরীর থাকেনা
চঞ্চল বায়না গুলো কেন যেন বাঁধন মানেনা  
বুঝিয়ে দিলে অঙ্ককষে সহজ সরল করে  
ভাগফলেতে শূন্য এলে হিসাব মেলেনা।।


জীবনের সত্যি খেলাঘরে,  মাটির প্রদীপ জেলে
বলনা প্রতি কোনায় কি আছে, দেখতে কি সব পেলে  
সুখের বাসর কোন কোনাতে কে রেখেছে ফেলে
মিলিয়ে হিসাব নিকাশ, তার কি উৎস খুঁজে পেলে ।।


১৬.০৪.২০১৭
সোনারপুর।