'যুজ'  থেকে 'যোগ'-এর ব্যুৎপত্তি নিশ্চয়
যোগ মানে পরমাত্মায় আত্মার বিলয়।


যোগ শুধু ব্যায়াম নয় যোগ জীবনধারা
আনন্দসিন্ধুর সঙ্গে নিজেকে এক করা।


যোগ মানে যুক্ত হওয়া শরীর দেহে মনে
মিলেমিশে একাকার ভক্ত-ভগবানে।


যোগ মানে যম-নিয়ম-আসন-প্রাণায়াম
প্রত্যাহার-ধারণা-ধ্যান, সমাধি পরিণাম।


আসন নিয়েই আমরা শুধু করি শিক্ষাদান
অষ্ট অঙ্গে যোগের গুণ আছে যে বিধান।


যোগে সারে যত রোগ বাড়ে যে লাবণ্য
মনে আনে সাম্যভাব জীবন করে ধন্য।


সম্পদে বিপদে যোগী থাকেন অবিচল
চিত্তবৃত্তি নিরোধ করেন সাধনায় অটল।


বিশ্ব জুড়ে যোগচর্চা বেশী হবে যত
যোগের নির্যাস তত্ত্ব জ্ঞাত হবে তত।


যোগের নামে ব্যবসা নয় যোগ সেবাধর্ম
যোগের প্রচার করা সাধুজনের কর্ম।