সূর্য রাহুগ্রস্ত, চারদিক অন্ধকার
দিগ্বিদিক জ্ঞান হারিয়ে
তুমি কি এখনো ঘুমিয়ে ঘুমিয়ে
ডুবে যাবে কৃষ্ণ সাগরের
অতল গহ্বরে।


ঐ শোনো মানবতার
বুকফাটা আর্তনাদ।
ত্রাহি ত্রাহি করে আবিশ্ব।
ওঠো, জাগো, তৈরী হও
তৈরী হও শরীরে, মনে
ধ্যানে অনুধ্যানে।


অন্ধকারের বক্ষ চিরে
উঁকি দেয় নবারুণ,
তাকে স্বাগত জানাও
স্বেদে-রক্তে, পত্রে-পুষ্পে
সাধনায় তপস্যায়
পাঞ্চজন্যের তীব্র নিনাদে।


কবিতাটি দিদি পারমিতাকে উৎস্বর্গীকৃত।