পাটের মাঠে
লুকিয়ে লুকিয়ে কিছু করছিলাম
আশে পাশে তাকিয়ে
ভেবেছিলাম কেউ দেখেনি।
তুমি হেসেছিলে।


বিজনে বসে মনে মনে
কত না কুকর্মের ফাঁদ পেতেছি
ভেবেছিলুম কেউ শোনেনি
তুমি তাকিয়েছিলে।


আজ প্রারব্ধ সংস্কারে
দুঃখ-কষ্টে জর্জরিত হয়ে
যখন তোমাকে দুষছিলাম
তুমি আমার অতীতের ক্যান্ভাস
মেলে ধরেছিলে।


বলেছিলে,
তবু আমি তোমাকে ভালবাসি
আমি সবারই আপনজন
আমাতে শরণ নাও
পাঁকেই পদ্ম ফোটাও।