নয়নে বাঁধিয়া রাখিব তোমায়
শয়নে, স্বপনে, জাগরণে
মননে মাতিয়া থাকিব তোমার
নীরবে নিভৃতে নিরজনে।


করি, নন্দন বনে অভিনন্দিত
চর্চিত চিতিচন্দনে
প্রীতি মালিকায় সাজাব বাসর
একাসনে বসি একমনে।


জানি শত কাজে রত আছ তুমি
তুমি জগতের অধিপতি
বলিবে আমায় সময় কি আছে
কেন করি আমি প্রণতি।


আমি কি গো নই তোমার ভুবনে
ক্ষুদ্র এক অণুকণা
বৃথা চলে যাবে দিবস রজনী
তব তরে পল গোনা।


তব ভাবনাই ভাবি অণুক্ষণ
জানি না শাস্ত্র পড়িনি দর্শন
শুধু জানি তুমি আমারই সুজন
অপলক আঁখি আশে দরশন।


ধরিত্রীতল আজি উজ্জ্বল
রঙে রাঙা মোর চিদাকাশ
রূপেতে যদি না আস অরূপ
ধ্যানে হও তুমি উদ্ভাস।