প্লাবন সমুদ্রে নয় শুধু,
প্লাবন চোখেও হয়,
গাঢ় নীল চোখে
অথবা রক্তাক্ত হৃদয়ের
ছোপ ছোপ লালে
প্লাবন এক - বিষাদের গরল।
কখনোবা রাজপথে,
সারি সারি মানুষের মুষ্টিবদ্ধ হাতে -
ক্লান্ত বিধ্বস্ত দ্রোহী হাতসব -
প্লাবন তোলে -
ভালবাসা বা ঘৃণায়
উথাল পাথাল প্লাবন।
এসকল সীমানা ও সীমানার তারে,
একাকী প্লাবন - ফেলানীর লাশে,
ঝুলে পড়া জামার ঝুলে প্লাবন এক,
আমাদের গ্লানির প্লাবন।
অথচ আমার হৃদপিন্ডে -
দেখ প্লাবন নেই!
রাত গভীরে তোমার ঠোঁটে,
বিবর্ণ সে ঠোঁট - কাতরতাহীন ক্লান্ত,
আজ আর প্লাবন নেই!
কেননা স্ট্রেটোসফিয়ারের কথা ভুলে গেছি আজ ;
কেবলি বলছি - সমুদ্রে প্লাবন প্লাবন!