অথচ কথা ছিল -
বেশ কিছুটা সময় শুধু জড়িয়ে রবে আমায় -
অনগ্ন আবেশে!
প্রথম ভালবাসার সৌরভ রবে -
প্রতিটি শ্বাসে,
খাঁজ ও নিখাঁজ আমাদের চলমান বুকে!
পুরুষালী গন্ধের বিছানায়,
তাই তোমার দেহার্পণ -
অনগ্ন আবেশে!


কিন্তু প্রথম সমরের স্বাদে উত্তাল হল বিছানা,
স্বাদ নোনা নোনা,
ছোপ ছোপ রক্তগন্ধমাখা!
একটি প্রথাবহুল পবিত্র ভালবাসার বিলাপ!
দেনমোহর লাখটাকা,
উশুল একটি পোকা!
তোমার হৃদয়ে যার জন্ম।


প্রতিটি ইকারাস - এ পোকা,
সূর্যকে জড়িয়ে রবে ভাবে -
'একজন পুরুষালী সূর্যকে'
বেশ কিছুটা সময় - শুধু জড়িয়ে রবে,
অনগ্ন আবেশে!


পবিত্র বিছানায় তাই - আজো,
অসংখ্য মরা মরা পোকা,
পোড়া পোড়া গন্ধ!