কই যাও মাঝি?  উজানীনগর?
লোকেন, খগেন মরিছে কবে ;
ধর্মপালও মরিছে ;
ঘুরঘুটিয়ার পথে পথে মৃতের সুবাস।
বাঁচিয়া আছি - তুমি, আমি ;
আমাদের ঝাঁটাপেটা মুখ,
           গণতান্ত্রিক হৃদয়,
আর বিশাল বড় ডিম পেট!
ঘাটের মরা ঘাটে থুবা মাঝি?
ঘাট নেই জেনো!
নেতা যেদিন বলেছেন, "ডেমোক্রেসি ইস্ ফেইক্ ",
সরদার সেদিন ঘাট বিকিয়েছেন।
ঘাটে মরা নেই আর।
ঘাটের মরা সব নদীজলে ;
মরা আর মরার বিশাল বড় ডিম পেট,
পেট ভর্তি ইট, আর,
খাবলা মারা গণতান্ত্রিক হৃদয়!
ঝাঁটাপেটা মুখ অনুরূপ,
মৃত্যুপূর্ব ও মৃত্যুপরে!
শুধু উজানীনগরে (ঘাটহীন শহর এক),
বাঁচিয়া আছি -তুমি, আমি ;
লোকেন, খগেন মরিছে কবে ;
ধর্মপালও মরিছে ;
ঘুরঘুটিয়ার পথে পথে মৃতের সুবাস।
নেতা যেদিন বলেছেন, "ডেমোক্রেসি ইস্ ফেইক্ ",
গণতন্ত্রের সুবাস গেছে,
ঘাট বিকিয়েছে,
মৃতের সুবাস এসেছে!
ঘুরঘুটিয়ার পথে পথে - উজানীনগরে,
ক্লান্ত, অমাবস্যাক্লিষ্ট এ প্রান্তরে!