বাপ মায়ে কয়ে ছিল
বাছা তুমি হিঁদু
এর পরে তিল তাল
সক্কলি কদু।

আচারে বিচারে
বাঁধে নাই তারা
আমি তাই জটিলের
জটাজুটো ছাড়া।

নাই শোধ, প্রতিশোধ
যেই আমি সেই আমি
বাধা নাই ,ব্রত নাই
আছে শুধু এক বেণী।

তাই দেখি যে ক্ষণে
লড়ে ওই কারা?
কখনও ভাবিনা মনে
কি সত্য অধরা?

সত্যকে হাতে নিয়ে
রোজ আমি খেলি
আমার অরণ্যপুরে
আমি এক মালি।

বনফুলে বনফুলে
ওড়াওড়ি প্রজাপতি
মাটির মূর্তি সেথা
মাটিতেই কান পাতি।

গাছেদের ধুকধুক
শুনি, ভারি মজা
পাখিদের কল্লোল
প্রভাতের রাজা।

ওদেরই তো আঁকি আমি
রং তুলি কবিতায়
বাতাস আমাকে ছোঁয়
বলে প্রকৃতির জয়।


(আমার আগামীর জন্য এই চিঠি লিখলাম ... তোমরা ভালো থেকো)  ......