///স্বরবৃত্ত: ৪+৪+৪+১///


মেঘের সারি আকাশ ছাড়ি বৃষ্টির মুখটা ম্লান!
মারছে ঝাড়ি রোদ্দুর ভারী তপ্ত অগ্নি বান।    
রাত্রি শেষে প্রভাত হাসে সূর্যি রাঙায় চোখ!
প্রাণটা ফাঁসে রোদে শুষে নরক জ্বালা ভোগ।
মরুর গরম উত্তাপ চরম আসলো দখিন দেশ,
ভিমরি বিষম কষ্টে মাতম জীবন করলো শেষ।
ফাটছে চাঁদি বুকের ছাতি জ্বলছে দেহ খান,
ডাকছে সাধি মরছে কাঁদি লাগুক মেঘে বান।
ভবের রাণী লাগাম টানি ধরুক রোদের হাল,
বৃষ্টির পানি তৃপ্তির খনি ভাঙুক মেঘের পাল।  
আকাশ গাঙে মেঘ বিহঙ্গে রংধনু নেয় সাজ,
আঁধার ঢঙে ঝরবে রঙে ঝড়ো নিনাদ বাজ।
তপ্ত দুপুর করছে সবুর উঠবে ভীষণ ঝড়,
ছন্দে মধুর বৃষ্টি নুপুর খুলবে স্বস্তির দোর।