মুছে ধরা জীর্ণ জরা,
বর্ষ নতুন ভোর,
দিয়ে সাড়া আত্ম হারা,
খুলো স্বপ্ন দোর।


বৈশাখ আসে হৃদ হরষে
প্রাণে বাজে সুর,
ভালো বেসে সুখে মিশে,
ভাসে হৃদি পুর।


মঙ্গল শোভা মনো লোভা,
দুলে দোদুল প্রাণ,
ভাবে ডোবা রঙিন আভা,
গাঁথি সুরে তান।


রাজপথ গলি রঙের তুলি,
লয় আলিম্পন সাজ,
ডাক আকুলি পুরান ভুলি,
এলো বৈশাখ আজ।


বৈশাখ মানে অগ্নি বানে,
রৌদ্র ক্ষরায় স্নান,
হৃদয় পানে দহন দানে,
সুখটা বেজায় ম্লান।


রৌদ্র ভাঙ্গে আকাশ‌ গাঙে,
কালো মেঘের পর,
বৈশাখ অঙ্গে নাচে ঢঙে,
কাল বৈশাখী ঝড়।


শুভ বর্ষে জীবন কর্ষে,
বরণ করি তাই,
ভাপা ইলশে পান্তা মিশে,
ঐতিহ্যে নেয় ঠাঁই।