বৃষ্টি তুমি সুন্দরী, তুমি চঞ্চলা
তোমার রূপ সত্যি মন ভোলায়।
তোমার মুক্তো ঝরা হাসি,
দেখতে ভালবাসি।
ধরার মাঝে যখন তুমি,
ফেললে তোমার ধারা-
মনে পড়ে ছোট্টো বেলার,
গানের মর্ম কথা।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর-
নদে এল বাণ,
শিব ঠাকুরের বিয়ে হবে,
তিন কন্যা দান।
রূপ যদি হয় এমনি হবে-
সন্দেহ তায় নেই।
রূপ থাকলেও গুন কিন্ত,
কম কিছু নেই।
তোমার ধারায় ধন্য কর,
জীব জগতের প্রাণ-
ফুল ফল আর জীবন দিয়ে-
বাঁচিয়ে রাখ গান।
যখন তুমি আনন্দেতে-
কান্না ভুলে যাও,
তখন মোদের কান্না ছাড়া-
আর কি দিয়ে যাও।
জীবন দিতে তোমার কভু,
হয় না কোনো ভুল।
জীবন নিয়ে তুমি তাই-
করছ তার উসুল।
বৃষ্টি ওগো বৃষ্টি তুমি-
সারা জীবন থেকো,
সবার ভাল করে তুমি-
দুঃখকে ঢেকো।