দুই ধারে দিগন্ত বিসতৃত মাঠ-
তারই মাঝে ছোট্ট একটি বাঁক,
সেই বাঁকে দাঁড়িয়ে আমি-
ধানের শীষের খেলা দেখি।
খেলতে খেলতে দোলায় মাথা,
দুলিয়ে মাথা ডাকছে আমায়।
ছুট্টে গিয়ে জড়িয়ে ধরি-
ধানের শীষের ছোট্ট কুঁড়ি।
কুঁড়ির মধ্যে ধানের কথা-
শুনতে শুনতে মন ভরে যায়।
মন ভরানো কথার মাঝে,
ভ্রমর কখন গেয়ে ওঠে।
আমি এসেছি তুমি ওগো-
পথ করে দাও পরে এসো।
তার এই নিবিড় কথায়-
ধ্যান ভাঙত পরের ব্যাথায়।
অনেক কষ্টে ওদের থেকে-
যাচ্ছি আমি দূরে সরে।
পেছন ফিরে তাকিয়ে দেখি-
বলছে যেন মাথার দোলায়,
আবার এসো, আমরা আছি।