বিশ্ব আমার বিশ্ব তোমার-
বিশ্ব মম প্রাণ।
বিশ্ব ছাড়া থাকবে কিগো-
তোমার জয়গান?
বিশ্ব কাজে বিশ্ব মাঝে-
সঁপো যখন প্রাণ,
তুমি তখন থাকবে ওগো-
হয়ে কীর্তিমান।
তাই বলছি তোমরা সবাই।
ডাকো বিশ্ব মা-কে।
তিনি যেন বিরূপ হয়ে,
দাঁড়ান না মাঝখানে।
যদিও জানি বিশ্বমাতা,
বলবে ঘুরে মোদের-
তোরাই আমার জীবনটাকে,
বিষিয়ে দিচ্ছিস ওরে।
সি-এফ-সি আর কার্বনেতে-
গোটা বাতাস ভরে।
সুস্থ আমি থাকব, তোরা-
ভাবিস কেমন করে?
আজ থেকে তোরা যদি,
আমার কথা ভাবিস।
সারাজীবন তোদের আমি-
রাখব হাসি খুশি।