নিঃশব্দে ট্রেন চলে যায় ধেয়ে-
তোমার কোলে মাথাটি রেখে,
শুয়ে আছি আমি চেয়ে।
আকাশ পানে উঠছে যে চাঁদ,
মধুর হাসি হেসে।
বলছে যেন জোৎস্না আমার-
মেখে নে এই রাতে।
জোৎস্না মেখে দেখছি দুজন-
দূরের পানে চেয়ে।
ঢেউ খেলানো পাহাড়গুলো,
যাচ্ছে সরে সরে।
এমনিতর দৃশ্যগুলো-
দেয় না ধরা পটে।
কেবল মনের মণিকোঠায়-
রাখব দুজন ধরে।