কালো ঘনঘোর,
বাতাস বিভোর।
নড়িতেছে পাতা,
দুলিতেছে গাছ।
কি রূপের ডালি-
মেলিলে ধরণী।
দেখে ভয় হয়,
কী হয় কী হয়।
আকাশের পানে-
আঁখি মেলে  দেখি
তড়িতের রেখা,
যায় খালি দেখা।
সাথে ঘনঘোর,
আওয়াজ সজোর,
চমকিয়া উঠে,
যে যাহার ঘরে।
ভয় ছেড়ে চল,
এলো বুঝি জল-
করিতে শীতল,
এই পৃথিবীরে,
আর মানুষেরে।