শিশু বলে কেউ কি তোমরা, হেলা ফেলা কর তাকে?
শিশু হলেও সব ধরনের অনুভূতি আছে তাতে।
হাসতে খেলতে ভালবাসে, ভালবাসে জানতে।
বড়দের বোকামি গুলো, দিওনা তারে আনতে।
ছোট মন, ছোট মাথা, রাখবে  কোথায়  এত ব্যথা?
মনে মনে ভয় পাবে সে, বলবে না সে কোনো কথা।
শিশুর এই ছোট্ট মুখ, চারা গাছের প্রতিরূপ।
আদর যত্ন চায় যে শুধু, চায়না কোনো শাসন-দুখ।
বড়দের শাসন-শোষণ, জীর্ণ করবে কোমল মন,
লাভের থেকে ক্ষতি হবে, দেখবে তাহার অন্য রূপ।
আদর করে বোঝাও তাকে, কোনটা ক্ষতি করবে তারে-
শাসন করে না হওয়া কাজ, হবে দেখ তারতরিয়ে।
ভাল লাগা, খারাপ লাগা, শিশু হলেও আছে যে তার,
নিজের ভাল, নিজের খারাপ ছোট দেহে চাপিও না তার।
স্ব-ইচ্ছায় আপন মনে, যেটাই করতে ভালবাসে-
সেটাই তারে করতে দিও, ক্ষতি কেবল দূরে রেখে।
দেখবে শিশু হাসি খুশি, মনটা তার ভারী সুখী-
দুঃখ কষ্ট নাই যে কিছু, আনন্দ আর সদাই খুশি।
শিশু যদি এমন হয়, ভেবো না তাহার ভ্যবিষৎ,
আপন ভাবে চলতে চলতে, খুঁজে পাবে নিজের পথ।
চিন্তা বৃথা না করে, হাসি খুশি থাকো গো-
তোমাদের দেখে শিখবে ওরা, পরিস্থিতি যাহাই হোক।